ইউনিয়ন পরিষদ পল্লী এলাকার জনসাধারণেরচাহিদা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালন করেথাকে। স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮৩ মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যাবলীকে ৫ভাগে বিভক্ত করা যায়:
১।পৌর কার্যাবলী:
ক) যোগাযোগ : সড়ক নির্মাণ ও সংরক্ষণ, সড়কের দুপাশে বৃক্ষরোপন ও মাটি ক্ষয়রোধ।
খ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা : পরিস্কার পরিচ্ছন্নতা বিধান, ময়লা আবর্জনা অপসারণ, প্রাথমিক চিকিতসার ব্যবস্থা, জন্ম নিয়ন্ত্রণ।
গ) বিশুদ্ধ পানি সরবরাহ করা।
ঘ) সুস্থ সংস্কৃতিক চর্চা ও সমাজ কল্যাণে পাঠাগার ব্যবস্থা, বয়স্ক শিক্ষাকেন্দ্র, নৈশ বিদ্যালয় স্থাপন। জাতীয় দিবস পালন, মেলা, প্রদর্শণী, খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করা।
২।রাজস্ব ও প্রশাসক সংক্রান্ত কার্যাবলী: নিজ দায়িত্ব পালণের পাশাপাশি প্রয়োজনে সরকারী রাজস্ব আদায় প্রশাসনিক কাজে সহায়তা করা।
৩।নিরাপত্তা মূলক কার্যাবলী: গ্রাম অঞ্চলে জনগণের নিরাপত্তা বিধান করা ইউনিয়ন পরিষদের অন্যতম কাজ। গ্রাম পুলিশের মাধ্যমে এলাকার সংঘটিত অপরাধ দমন তদন্ত এবং অপরাধীকে গ্রেফতারে আইন শৃ্ংখলা বাহিনীকে সহায়তা করা।
৪।উন্নয়ন মূলক কার্যাবলী: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ভৌত অবকাঠামো নির্মান, পশু ও মাছ সম্পদের উন্নয়ণেবিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ইউনিয়ন পরিষদের অন্যতম কাজ।
৫।বিবিধ কার্যাবলী:
ক) বাধ্যতা মূলক কার্যাবলী -
১।আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
২।অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ।
৩।কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
৪।পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
৫।স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
৬।রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি রক্ষাসহ সংরক্ষণ।
৭।স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
৮। জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
৯।ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং
প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
১০।সব ধরনের শুমারী পরিচালনা।
খ। নির্বাহী আদেশে সম্পাদিত কার্যাবলী:
১। বিভিন্ন প্রকার সনদপত্র প্রদান
২। ত্রাণ সামগ্রী বিতরণ
৩। ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সনাক্তকরণ
৪। নারী/শিশু নির্যাতন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ
৫।জাতীয় সরকারকে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করা।
৬। ভূমি উন্নয়ন কর আদায়ে সহয়তা করা।
৭। খাস জমি বন্টনে সহায়তা করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS