চরসুবুদ্ধি ইউনিয়নে মধ্যে মোট ৫টি বাজার রয়েছে। এর মধ্যে চরসুবুদ্ধি বাজার একটি বড় এবং আর্থিক সম্ভাবনাময় বাজার যাহার মধ্যে প্রতিদিন অনেক কাচামাল সহ বিভিন্ন পন্য পাইকারী ও খুচরা ক্রয় বিক্রয় হয়ে থাকে। ২য় বাজার হিসাবে আবদুল্লাপুর বাজার স্থান দখল করে আছে।
১। আবদুল্লাপুর বাজার।
২। চরসুবুদ্ধি বাজার।
৩। বড়ইতলা বাজার।
৪।মধ্যপাড়া বাজার।
৫।মহিষবেড় বাজার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS